Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রয়োজনীয় সময় হাতে রেখে আপনার বা আপনার প্রিয়জনের জন্ম নিবন্ধনের আবেদন নিশ্চিত করুন ।
বিস্তারিত

নতুন অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিতে যা সাথে আনা প্রয়োজন

ক) জন্মের ১ দিন থেকে ৫ বছরের মধ্যে-টিকা কার্ড/হাসপাতালের জন্ম সংক্রান্ত ছাড়পত্রের ফটোকপি ২। স্কুল পড়ুয়াদের জন্য বিদ্যালয়ের প্যাডে প্রত্যয়নপত্র ।

খ) জন্মের ৫ বছর পরে-প্রাথমিক স্থরের শিক্ষার্থীদের জন্য টিকা কার্ড এবং বিদ্যালয়ের প্যাডে প্রত্যয়ন পত্রপিতা-মাতা/পরিবারিক সদস্যের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ২-৩টি

গ) জন্মের ১০ বছর পরে-প্রাথমিক সমাপনী পরিক্ষার সনদ/জেএসসি বা জেডিসি সনদ/এসএসসি সনদ অথবা বিদ্যালয়ের প্যাডে প্রত্যয়ন পত্র ২একই ক্লাসের সহপাঠীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ২-৩টি  ৩পিতা-মাতা/পারিবারিক সদস্যদের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ২-৩টি

ঘ) যাদের বয়স ১৮ বছর বা তার উপর-  1শিক্ষাগত সনদ/জাতীয় পরিচয় পত্র/বিদ্যালয়ের প্যাডে প্রত্যয়ন পত্র ২পাসপোর্টের ফটোকপি (প্রবাসীদের জন্য) ৩পিতা-মাতা/স্বামী-স্ত্রী/পারিবারিক সদস্যের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি২-৩টি এবং একই ক্লাসের সহপাঠীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ২-৩টি

মনে রাখবেনঃসকলকে পিতা-মাতা, স্বামী-স্ত্রীর আইডি কার্ড ও জন্ম নিবন্ধন সনদ এবং যাছাইয়ের জন্য অবশ্যই ২০০৭ সালে ইস্যু হয়েছে এমন জন্ম সনদ সাথে আনতে হবে

ডাউনলোড