Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চুনতি ইউনিয়ন

রত্নপ্রসবিনী চট্টলার অন্তর্গ্ত সবুজ বনানী ঘেরা সুফি সাধক ও জ্ঞানী গুনির পুণ্য ভূমি লোহাগাড়া উপজেলার স্বনামধন্য ইউনিয়ন চুনতি। দুইশত বছরের অধিক কাল ধরে শিক্ষা সংস্কৃতি ও আধ্যাত্নিকতার ক্ষেত্রে এই ইউনিয়ন অগ্রনী ভূমিকা পালন করে আসছে । চুনতি পীর আউলিয়া ও দেশখ্যাত বহু জ্ঞানী গুনির জন্মস্থান। একনজরে চুনতি ইউনিয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হল-

*   আয়তন - ৬,৩০০ বর্গ কি.মি.।

*   জনসংখ্যা -    প্রায় ৩৩,৪১৫ (পুরুষ -১৬,৪৬৬ প্রায় ও নারী -১৬,৯৪৯ প্রায়)

* ভোটার সংখ্যা-প্রায় (পুরুষ - প্রায় ও নারী - প্রায়)

*  টেলি যোগাযোগ -ডিজিটাল ।

*  মৌজা -৬ টি (চুনতি, সাতগড়, নারিশ্চা, ফারাঙ্গা, চান্দা, পানত্রিশা)

*   গ্রাম - ৬ টি (চুনতি, সাতগড়, নারিশ্চা, ফারাঙ্গা, চান্দা, পানত্রিশা)

*  দুর্গম গ্রাম -(সাতগড়, নারিশ্চা, ফারাঙ্গা, চান্দা, পানত্রিশা)

*  এন জি ও কার্যক্রম -০৮টি ।

*  ডাকঘর -২ টি ।

*  মাটির রাস্তা -প্রায় ৫০ কিঃ মিঃ ।

*  ইটের রাস্তা -প্রায় ৩৫ কিঃ মিঃ ।

*  স্বাক্ষরতার হার -প্রায় ৭০% ।

*  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০৪ টি।

*  হাট বাজার  _-০৪ টি

*  ইউনিয়ন ভূমি অফিস -০১টি।

*  কৃত্রিম প্রজনন পয়েন্ট - ০১ টি ।

*  ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র - ০১ টি ।

*  সুপরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান – হযরত শাহ সাহেবের মাজার, সূফী মাজার, আউলিয়ার মাজার, লতাপীর সাহেবের দরগাহ, বুড়া মাওলানা সাহেবের মাজার, শাহ আতাউল্লাহ মাজার, বড় ও ছোট মিয়াজীর মাজার।

*  বেড়ি বাঁধ –প্রায় ১৫ কিঃ মিঃ ।

*  মসজিদ –৫০ টি ।

*  মন্দির –০৫ টি ।

*  কিয়াং –০৩ টি ।

*  শিক্ষা প্রতিষ্ঠান –

প্রাথমিক বিদ্যালয় – ১৬ টি (সরকারী – ১১ টি, কমিউনিটি – ০৬ টি, )

উচ্চ বিদ্যালয় –০১ টি ।

এবতেদায়ী মাদরাসা –৭ টি ।

দাখিল মাদরাসা-১টি।

ফাজিল মাদরাসা-১টি।

কামিল মাদরাসা-১টি।

ডিগ্রী কলেজ-১টি।

এতিমখানা -০৬ টি ।

কিন্ডার গার্ডেন –০৩ টি ।

নূরানি তালিমুল কোরআন -৩৭ টি ।

*  বালু মহাল –০৪ টি ।

*  কৃষি জমির পরিমাণ –প্রায় ৪,০০০ একর 

*  আশ্রয়ণ প্রকল্প –০১ টি ।

  • *  মোট পরিবার-৬১৪৮ টি(প্রায়)।
  • *  মোট নলকূপ-২৫৩১ টি(প্রায়)।
  • *  মোট ল্যাট্রিন-৪৭৩১ টি(প্রায়)।
  • *  মোট পাঁকাঘর-৪৭২ টি(প্রায়)।
  • *  মোট আধা পাঁকাঘর-৬৮২টি।
  • *  মোট কাঁচা ঘর-৪৫৪২টি(প্রায়)।