চুনতি ইউনিয়নে কবরস্থানের সংখ্যা প্রায়-১৫ টি । তন্মধ্যে উল্লেখ যোগ্য হল-চুনতি ডেপুটি পাড়া কবরস্থান, চুনতি কেন্দ্রীয় মসজিদ কবরস্থান, চুনতি হাফেজিয়া মাদরাসা কবরস্থান, চুনতি শাহ আব্বাছিয়া জামে মসজিদ কবরস্থান, চুনতি বনপুকুর জামে মসজিদ কবরস্থান, চুনতি আওলিয়া মসজিদ কবরস্থান, চুনতি খান দিঘী জামে মসজিদ কবরস্থান, সাতগড় বুড়া মৌলানা মাজার সংলগ্ন কবরস্থান, পানত্রিশা কবরস্থান, ফারেঙ্গা কবরস্থান ইত্যাদি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস