Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
খাঁ দিঘী
বিস্তারিত

চুনতি গ্রামের একটি প্রসিদ্ধ আধ্যাত্বিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত খাঁ দিঘী । চট্টগ্রামের জঙ্গল পাহাড় চুনতি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমপাশে আধু খাঁর মসজিদ। বিখ্যাত মোঘল যোদ্ধা আধু খাঁ ও তাঁর পুত্র জামাল খাঁ  দক্ষিণে লোহাগাড়ায় কয়েকটি মসজিদ নির্মাণ ও দীঘি খনন করেন। তন্মধ্যে উল্লেখ যোগ্য হলো চুনতি খাঁ দিঘী ও খাঁ মসজিদ। এই দীঘিটি খাঁ’র দীঘি ও মসজিদটি  খাঁর মসজিদ নামে পরিচিত ।