চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । ১৮১০ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রথম অবস্থায় মাদরাসাটির নামছিল শামিয়া মাদরাসা । যিনি মূল প্রতিষ্ঠাতা এবং পরবর্তী সময়ে যার নামে এই মাদরাসার নামকরণ, তার নাম হলো অমর স্বাধীনতা সংগ্রামী ও সাধক আলেম মাওলানা আবদুল হাকিম সিদ্দিকী (রহ.)। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনী শিক্ষাপ্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা দীনী শিক্ষা বিস্তারে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। বিগত ২০০ বছর ধরে দীনী ইলম প্রচার-প্রসার, মুহাদ্দিছ, আলেম-ওলামা তৈরি ও সৎ, দক্ষ নাগরিক তৈরিতে এ প্রতিষ্ঠানের জুড়ি মেলা ভার। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেকে এ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্ররা দেশ ও জাতির খেদমত করে যাচ্ছেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা সম্প্রসারণে প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস